হরিপুরে সরাসরি গোখরা সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা

- আপডেট সময় : ০৯:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা সরাসরি গোখরা সাপ দিয়ে শুভ উদ্বোধন করেছেন হরিপুর ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ডিলার ও এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। সেই সময় উপস্থিত ছিলেন থানা প্রশাসন,ইউনিয়ন পরিষদের মেম্বার, চৌকিদার ও পাতা খেলা দেখা দর্শকের ঢল ।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় হরিপুর মিনি স্টেডিয়ামে গোখরা সাপ দিয়ে পাতা খেলা হয়েছে। খেলা পরিচালনায় সার্বিকভাবে দায়িত্ব পালন করেছেন মো. তরিকুল ইসলাম । খেলা আয়োজক কমিটির তালিকায় সভাপতির দায়িত্বে ছিলেন মো. আলাউদ্দিন সহ-সভাপতি মো. সাহা আলম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মো. সবুজ আলী। খেলা তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেছেন মোঃ আবুল হোসেন ও মোঃ সাগর হোসেন। ক্যাশিয়ারের দায়িত্বে রয়েছেন মো. হাসান আলী,সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর হোসেন, শ্রী ঠাকুর, মো. পাতানু, পিরামিড কোচিং সেন্টারের শিক্ষক মো.এডিসন, মো. হোসেন আলী মো. বেলাল হোসেন মো. জয়নাল আবেদীন মো. দুলাল হোসেন, রুনুফা ও রিপা খাতুন।
স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী দিলীপ রায় মো. আলমগীর হোসেন মো. তফিজুল ইসলাম।
মহিলা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবিনা খাতুন, মোছা. আসিয়া খাতুন মোছা. লিমা আক্তার ও মোছা. শিউলি খাতুন।
ধারা ভাষ্যকার কন্ঠে মো. জুয়েল ইসলাম। ঐতিহ্যবাহী পাতা খেলায় ৯টি গ্ৰুপ অংশগ্রহণ করেন । গত ২৪.০৯.২৫ ইং মানুষ দিয়ে পাতা খেলার ফলাফলঃ স্বদেশ গ্রুপ ০২ পয়েন্ট, জাহাঙ্গীর গ্রুপ ০১ পয়েন্ট, ওমর গ্রুপ ০১ পয়েন্ট অবশিষ্ট ০১ পয়েন্ট মাঠে থাকতেই পাতা খেলার সময় শেষ হয়ে যায়। শুক্রবার (০৩ অক্টোবর) সাপ দিয়ে সরাসরি ঐতিহ্যবাহী পাতা খেলার ফলাফলঃ স্বদেশ গ্রুপ ০১ পয়েন্ট, জাহাঙ্গীর গ্রুপ ০১ পয়েন্ট, ওমর গ্রুপ ০১ পয়েন্ট, রুহুল গ্রুপ ০১ পয়েন্ট সুরেশ গ্রুপ ০১ পয়েন্ট, আজাহার গ্রুপ ০২ পয়েন্ট নাসির গ্রুপ ০১ পয়েন্ট সুলতান গ্রুপ ০১ পয়েন্ট। খেলাটি আগামী শুক্রবার (১০ অক্টোম্বর ) ফাইনাল হবে । সকল গ্ৰুপ আবার মুখোমুখি ফাইনালে খেলবেন ।১ম পুরস্কার হিসেবে থাকছে ১টি খাসি, ২য় পুরষ্কার একটি মোবাইল ফোন অন্যান্যদের জন্য রয়েছে আরও সান্তনামুলক পুরস্কার।খেলা পরিচালক তরিকুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনাল খেলায় মানুষের চোখ বেঁধে দিয়ে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে পাতা খেলার সমাপ্তি ঘোষণা করেছেন।
গোলাম রব্বানী,
হরিপুর-ঠাকুরগাঁও।
০৩.১০.২৫ ইং।