হজ্জ পালন করতে গিয়ে সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

- আপডেট সময় : ০৫:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

জিএম আবু জাফর (নিজেস্ব প্রতিনিধি):-
পবিত্র হজ্জ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় নগরীতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার (৭০) মৃত্যুবরণ করেন।
রোববার ১৬ জুন বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। আব্দুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
হযরত মাওলানা আব্দুল গফফারের চাচাতো ভাই ও হজ্জের সহযাত্রী কামরুল ইসলাম জানান, রোববার বিকেলে সাফা মারওয়ায় পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
কুশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তিনি আরও বলেন সবাই ওনার জন্য দোয়া করবেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি থানাতে কেউ অবহিত করেনি।