সৎ মামা কর্তৃক ধর্ষণের অপচেষ্টায় অভিযুক্ত সৎ মামা শাওনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ

- আপডেট সময় : ০৪:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,জীবননগর উপজেলা প্রতিনিধি:-মহেশপুরে স্হানীয় সাংবাদিক,ভুক্তভোগী পরিবার সাথে কথা বলে জানা ভিকটিক ময়ম খাতুন(০৪)পিতা মোঃ সুল গ্রাম: কয়া শিশুটির বয়স,বিবেচনায় নাম/পিতার নাম প্রকাশ করা হলো না পশ্চিমপাড়া থানা- জীবন নগর জেলা-চুয়াডাঙ্গাকে।
গত ০৩/০৪/২৫ তারিখে তার বাবা মায়ের সঙ্গে নানার বাড়ি
মহেশপুরে বেড়াতে যায় পরের দিন ০৪/০৪/২৫ তারিখে তার সৎ মামা মোঃ শাওন (২৫) পিতা-মৃত কাবা গ্রাম- ভবনগর থানা- মহেশপুর জেলা-ঝিনাইদহ ভিকটিমকে বিভিন্ন প্রকার খাবারের প্রলোভন দেখিয়ে আনুমানিক সকাল ১০.০০ টা হতে ১২.০০ টার মধ্যে ভবনগর গ্রামের।
মো: শাখারের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষঅপচেস্টা করে বলে তার বাবা-মা জানান।০৬/০৪/২৫ তারিখে ভিকটিমকে নিয়ে তার বাবা-মা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
মহেশপুর থানা পুলিশ তাকে আটক করেছে।আজ তাকে আদালতে তোলা হয়েছে।