স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

- আপডেট সময় : ০৩:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ মে) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।নিহত মধুমালা আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল আক্তারের স্ত্রী।এর আগে সকাল অনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে একটি ট্রাক ওভারটেক করতে যায়। এসময় ট্রাকের পিছনে বেধে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় মধুমালার একটি,,পা পিষ্ট হয়,,পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।