স্কীল ডেভেলপমেন্টের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলার অন্তর্গত ৩নং ইছালি ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” কৃষি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগানকে সামনে রেখে স্কীল ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (এসডিএবি) সংগঠনের উদ্যোগে যশোর সদর উপজেলার অন্তর্গত ৩নং ইছালি ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ ও বিনামূল্যে সার-বীজ বিতরণে দাবিতে ইছালি বাজারে ক্ষতিগ্রস্থ কৃষকদের উপস্থিতিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনে যশোর সদর উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান কামরুল, যশোর সদর উপজেলা কৃষক দলের নেতা জনাব মোঃ মনজুরুল আহসান শিমুল, স্কীল ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান রকি, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বাপ্পি, সহ-সভাপতি সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ সহ কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।