সংবাদ শিরোনাম :
সোনাগাজীতে প্রবাসী পরিবারের উপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী ভূমি বিরোধের জের ধরে এক প্রবাসী পরিবারের উপর হামলা, বাড়ীর রাস্তা সংস্কারে বাধা ও হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে প্রবাসী আবুল কাশেমের পরিবার।
শুক্রবার বিকালে সোনাগাজী এনটিভি অনলাইন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী আবুল কালাম জানান, প্রতিপক্ষ আবুল বাশার, গামা মিয়া ও নিজাম উদ্দিন সহ তাদের লোকজন শুক্রবার সকালে বাড়ীর রাস্তা সংস্কারের সময় আমাদের উপর অতর্কিত হামলা করে, এসময় আমাকে বেদম মারধোর শুরু করলে শামীম নামে একজন এগিয়ে আসলে তাকেও মারধোর করে জখম করে।
এই ঘটনায় আমি সোনাগাজী মডেল থানায় লিখিত এজাহার দিয়েছি, আমি ও আমার পরিবার তাদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগতেছি।
আমি স্বরাষ্ট্র উপদেষ্ট্রা ও ফেনীর পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি।