সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত আসামি ‘বাটা দুলাল’ গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:এএসআই তসলিম হোসেনের নেতৃত্বে র্যাবের সহযোগিতায় সফল অভিযানে আটক, আদালতে প্রেরণ
ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ দুলাল, যিনি এলাকায় ‘বাটা দুলাল’ নামে পরিচিত, গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে থানা পুলিশের এএসআই তসলিম হোসেনের নেতৃত্বে এবং র্যাবের বিশেষ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বাটা দুলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাগাজী মডেল থানা সূত্র জানায়, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
অভিযান প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এএসআই তসলিম হোসেন বলেন, “আইনের আওতার বাইরে কেউ নয়। অপরাধীদের আইনের মুখোমুখি করতেই আমাদের এই প্রচেষ্টা।”



















