সোনাগাজী উপজেলা পরিষদে ও ফুলগাজী উপজেলা পরিষদের জামায়াতের প্রার্থীতা ঘোষণা

- আপডেট সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোঃ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে মুহাম্মদ আবদুর রহীম কে চেয়ারম্যান, মাওলানা মোহাম্মদ মোস্তফা কে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহীম কে চেয়ারম্যান প্রার্থী এবং সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা কে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার জেলা শহরে দলটির এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এটিএম মাসুম।
জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সাবেক জেলা আমীর, ফেনী ২ নং আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ফেনী ৩ নং আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ফেনী ১নং আসনের প্রার্থী এড.এস এম কামাল উদ্দিন, জেলা নায়েবে আমীর ফেনী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবু ইউছুফ, নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক প্রমূখ।
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। চেয়ারম্যান পদে মাওলানা সামছুল হক এবং ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবুল হোসেন মিয়াজী মনোনীত হয়েছেন। ১২ সেপ্টেম্বর শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ফুলগাজী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবুল কালাম শামীম এ তথ্য নিশ্চিত করেছে