সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

- আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সবুজায়ন ও পরিবেশ রক্ষার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় চত্বরে আম, লিচু, জাম, কড়ই, মেহগনি, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং আগামীর প্রজন্মকে সুস্থ-নিরাপদ পরিবেশ উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনাবোধ সৃষ্টি করতে হবে। একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, এটি মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছগুলোকে যত্নসহকারে পরিচর্যা করতে হবে। বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও সবুজ পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগকে সফল করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনামূলক গাছের যত্ন-বিধি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চারা রোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন এ ধরনের কার্যক্রমকে প্রতিবছর ধারাবাহিকভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।