সুনামগঞ্জের দিরাইয়ে ৩১ দফা বাস্তবায়নে জনমত গড়ে তুলুন:আজমল চৌধুরী জাবেদ

- আপডেট সময় : ০৯:০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,দিরাই-শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জ দিরাই-শাল্লায় আাসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে সবাই কে ঐক্যবদ্ধভাবে জনমত গড়ে তুলতে হবে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে আমাদের এই আসন দেশমাতা বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কে উপহার দেব, ৩১ দফার লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ – ২ (দিরাই -শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাও বাজার, তাড়ল ইউনিয়নের ভানু বাজারে নেতাকর্মীদের সাথে লিফলেট বিতরণ করেন এবং তাড়ল ইউনিয়নের ইসলামপুর গ্রামে পথসভা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন,দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুকেশ দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিল মিয়া মেম্বার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রাজা মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, দিরাই উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, সিলেট জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহেদ মিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, তাড়ল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, তাড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বাকার মিয়া,সাধারণ সম্পাদক মোঃ রুখো মিয়া সহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।