সুনামগঞ্জে দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় : ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্য বাহী দ্বীনি বিদ্যাপিট দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা’ র ফাজিল ক্লাস উদ্ভোধন ও ১ম বর্ষের সবক অনুষ্ঠান অদ্য ২২/০৫/২৪ ইং রোজ বুধবার এ ঝাকজমক পরিবেশে মাদ্রাসা হল রোমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান এর সভাপতিত্বে,, মোহাম্মদ রইছ আলীর সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে সবক প্রধান করেন, সৎপুর মাদ্রাসার অবসর পাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান।
অনুষ্ঠান উদ্ভোধন করেন মাও জাকির আহমদ অধ্যক্ষ অত্র মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মাওঃ ইউনুছ আলী আজহারী, উপাধক্ষ অত্র মাদ্রাসা।
মাওঃ সিরাজুল ইসলাম সাহেব, সুপার বনগাও দাখিল মাদ্রসা,,
মাওঃ সাদিকুর রহমান সাহেব,নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা,, মাওঃ হেলাল আহমেদ সিরাজী সাহেব,আরবী প্রভাষক অত্র মাদ্রাসা,, মাওঃ আবুল লেইছ ফারুকী সাহেব, সহ সুপার রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা,,
মোঃ কয়ছর আহমদ চৌধুরী, সমাজ সেবক,, মাওঃ আং করিম সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা,,
মোঃ ফজলুর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক অত্র মাদ্রাসা,,
মৌলভী কয়ছর উদ্দিন, ইবতেদায়ী প্রধান অত্র মাদ্রাসা।
উপস্থিত ছিলেন মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মর্তুজ আলী,মাওঃ আবদুল খালিক,সমাজ সেবক ফখর উদ্দিন, সানোয়ার হোসেন, আবুল খয়ের প্রমুখ।
এসময় অতিথি বৃন্দকে বরন ও ফুল দিয়ে স্বাগত জানান মাদ্রাসা’র শিক্ষকগন।এবং নবাগত ছাত্র / ছাত্রীদের হাতে ডাইরি ও কলম তুলে দিয়ে, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।