সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৯১ জনের নামে মামলা

- আপডেট সময় : ০১:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ মোবারক হোসেন:-
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৯১ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা জজ আদালতের আইনজীবী মো. মুরাদ হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
মামলায় ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি এবং গুলি করে এক নেতাকে আহত করাসহ প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, কাজী এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা, সদস্যসচিব মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ।