সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ:-
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব।রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান এ খবর নিশ্চিত করেছেন।ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।
এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।