সংবাদ শিরোনাম :
সাপলেজার কৃতি সন্তান জেরিন তাসনিম অদিতী মেডিকেল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার,মঠবাড়ীয়া পিরোজপুর:পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দক্ষিন সাপলেজা গ্রামের আঃ রব ফরাজীর পুত্র এ্যাডভোকেট সহিদুল ইসলাম মিন্টু (সহকারী পুলিশ কমিশনার কিশোরগঞ্জ এর সুযোগ্য কন্য জেরিন তাসনিম অদিতী মেডিকেল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়েছে।আমরা সাপলেজা বাসী তার সফলতার সাথে ডিগ্রী অর্জন করায় দীর্গায়ু ও কর্ম জীবনের সাফাল্য কামনা করি।তার সাথে মঠবাড়ীয়ায় একটি দাতব্য চিকিৎশা কেন্দ্র স্হাপন করে অসহায় গরীব মেহনতি মানুষের চিকিৎশা দেওয়ার দাবী জানাচ্ছি।