সাধারণ শিক্ষার্থীর মুখোশে ছাত্রলীগ নেতা কর্মী,চালিয়ে যাচ্ছে অনলাইন প্রোপাগান্ডা

- আপডেট সময় : ১২:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

হাবিপ্রবি প্রতিনিধিঃ-
দীর্ঘদিন যাবত সিট বাণিজ্য, র্যাগিং, হল নিয়ন্ত্রণ নানা অপকর্ম করে এসেছে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এই সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ হওয়ার উপক্রম।
সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের পোস্টেড নেতাকর্মীরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়েছেন। তবে কমেটি বহির্ভূত নেতাকর্মীরা এখনো রয়েছে তৎপর ৷
শুক্রবার (৯ আগষ্ট) একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ১৮ই আগষ্ট একাডেমিক কার্যক্রম ও ১২ আগষ্ট হল খুলে দেওয়ার নির্দেশ জারি করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ফলে হলের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে কতিপয় ছাত্রলীগের নেতা কর্মী সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এমনটাই দাবি করছেন সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীরা৷
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থী মোঃতোফাজ্জল হোসেন তপু বলেন, আমি হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখতে পাচ্ছি আওয়ামিলীগ এর এজেন্ট বাস্তববায়নকারী ফ্যাসিস্ট ছাত্রলীগ রা তাদের রুপ পরিবর্তন করে সাধারণ শিক্ষার্থী সেজে তারা তাদের প্রোফাইল পিকচার লাল করে হলে উঠার নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীরা খুব ভালো ভাবে বুজতে পেরেছে। সাধারণ শিক্ষার্থীরা কি রকম হতে পারে তা এই ফ্যাসিস্ট সরকার এর পতন করে সবাই বুজতে পেরেছে। এমতাবস্থায় তারা যদি হলে ওঠার নূন্যতম কোনো চিন্তায় ও করে থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের গণধোলাইয়ের মাধ্যমে হল থেকে বের করতে বাধ্য হবে এবং রিক্ত হস্তে দমন করবে।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের মাধ্যমে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী এমন দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী। তিনি বলেন,আমরা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা জানতে পারি যে স্বৈরাচারী সন্ত্রাসী ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে এখনো ঘোরাফেরা করছে এবং তারা মুখোশধারী হয়ে বিভিন্ন ধরনের ছাত্রদের, সাধারণ ছাত্রদের মাঝে এসে তাদের রূপ পরিবর্তন করে ভালো সাজার চেষ্টা করছে এবং আমরা আরো জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গ্রুপ গুলো রয়েছে বা ফেসবুক পেইজ গুলো রয়েছে সেগুলো তে তারা বিভিন্ন ধরনের প্রপাগাণ্ডা ছড়াচ্ছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।যাতে আমরা এই ক্যাম্পাস কে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনতে না পারি।তারা আবারও নিজেরা এখানে অরাজকতা সৃষ্টি করছে এবং নিজেদের আধিপত্য বিস্তার এর চেষ্টা করছে।তাই আমি সবাই কে জানিয়ে দিতে চাই আপনারা এই অনলাইন প্রপাগাণ্ডা থেকে বিরত থাকবেন।সাধারণ শিক্ষার্থীরা আপনারা প্রতিহত করবেন। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।ছাত্রলীগ এখন তাদের মুখোশ পরিবর্তন করে সাধারণ ছাত্র সেজে আমাদের মাঝে যে প্রপাগাণ্ডা তৈরী করছে আমরা সবাই একত্রিত হয়ে এগুলো প্রতিহত করবো এবং এই ছাত্রলীগ সন্ত্রাসীলীগ কে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো।