সাতক্ষীরার তালায় ছাত্রদল ও যুবদল নেতার মধ্যে মারামারি, আহত-৫

- আপডেট সময় : ১১:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-সাতক্ষীরার তালায় ছাত্রদল ও যুবদল নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ঘোনা খানপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন আহত হয়েছেন।
ঘোনা গ্রামের যুবদল নেতা খাঁন নাজমুল হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শাকিল খানের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেনসহ ৮-১০ জন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুবদল কর্মী আসাফুর রহমান সবুজের উপর আতর্কিত হামলা চালায়। ঠোকাতে গেলে তিনি, তার ছোট ভাইসহ কয়েকজন আহত হন।
এ বিষয়ে ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শাকিল খান বলেন, গাছ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিলো। এ বিষয়ে কথা বলতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। হামলায় আহত হয়ে ছাত্রদল নেতা সাব্বির হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
তালা থানার ওসি শাহিনুর রহমান জানান, মারামারির ঘটনাটি শুনেছেন তিনি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।