সাতক্ষীরায় রইচপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বর্ণাঢ্য র্যালি

- আপডেট সময় : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরার পৌর সাত নাম্বার ওয়ার্ড রইচপুরে এক বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে এই র্যালিটি আয়োজন করে রইচপুর গ্রামবাসী এবং রইচপুর উত্তরপাড়া যুব কমিটি।
আজ ০৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় সাতক্ষীরার রইচপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে র্যালিটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা ‘রাসুলের আগমনে খুশি হয়েছি’ স্লোগান দিতে দিতে সাতক্ষীরার পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পুনরায় আব্দুর রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়। এতে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। অনেকের হাতে ছিল বিভিন্ন ইসলামিক পতাকা ও ব্যানার, যাতে মহানবী (সা.)-এর শানে লেখা বিভিন্ন বার্তা শোভা পাচ্ছিল।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন মহানবী (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর দেখানো পথে চললে ইহকাল ও পরকালে শান্তি লাভ সম্ভব। তাঁর সুমহান আদর্শ অনুসরণ করে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা শাখা মহসিনার আলম, পৌর সাত নাম্বার ওয়ার্ডের জামাত আমির হাফেজ নুরুল হক, পশ্চিম পাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি, ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আজগার আলী, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ আলী হুজুর, এবং মাহবুব আলম। এছাড়াও, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম পাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি। র্যালি ও সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব আলম। র্যালিতে অংশ নেওয়া জনতা এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।