সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে এনজিও ও সিএসও প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
মানব পাচার একটি জঘন্য অপরাধ এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এই ভয়াবহ সামাজিক সমস্যাকে কার্যকরভাবে মোকাবিলা করার লক্ষ্যে সাতক্ষীরা জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সার্ভে অফিসার মোঃ আব্দুল মজিদ। সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্প-এর অধীনে রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ সভাটি সঞ্চালনা করেন।
সভায় সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে নিয়োজিত ১৬টি এনজিও এবং সিএসও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক প্ল্যাটফর্মে সমবেত হন। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা মানব পাচার প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নেটওয়ার্কটিকে আরও সক্রিয় করার উপর জোর দেন।
বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার প্রজেক্ট অফিসার নাসরিন সুলতানা, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদ রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, এবং সিটিআইপি সদস্য কর্ণ বিশ্বাস ও শাম্মি আক্তার রিতা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন মানব পাচার প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই অপরাধ নির্মূলে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, সমাজের প্রতিটি অংশকে এগিয়ে আসতে হবে।
সভায় সিদ্ধান্ত হয় যে, এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তথ্য আদান-প্রদান করবে, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করবে এবং পাচারের শিকার ব্যক্তিদের সহযোগিতা ও আইনি সহায়তার জন্য সমন্বিত কৌশল প্রণয়ন করবে। ভবিষ্যতে নেটওয়ার্ক সভাগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
মানব পাচার রোধে সিটিএন নেটওয়ার্কের ১৬টি এনজিও’র সমঝোতা স্বাক্ষর নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ঐক্যবদ্ধ এই নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত উদ্যোগ পাচারকারীদের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবে। এই সহযোগিতা মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের এই সমন্বয় সভাটি একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সাতক্ষীরা জেলায় মানব পাচার বিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।



















