সাতক্ষীরা’য় ভারতীয় পণ্যসহ ৩ নারী আটক

- আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সাতক্ষীরার শ্যামনগরে ভারতীয় পন্য সহ ৩ নারী আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার সন্ধ্যায় শ্যামনগরে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। শনিবার সকালে শ্যামনগরের কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।আটককৃতদের মধ্যে মোছাঃ শাহনেওয়াজ বেগম ভারতের গুজরাটে বসবাস করেন এবং মোছাঃ রোজিনা খানম ও মোছাঃ জুলি ভারতের বেঙ্গালুরুতে বসবাস করেন।
কোষ্টগার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সীমান্তবর্তী কচুখালী থেকে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করা হয়।এরপর তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।
তিনি আরো জানান,আটককৃত মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। জব্দকৃত মালামালসহ আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি হুমায়ন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ।