সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় টিআর/কাবিটা/কাবিখা কর্মসূচির আওতায় ৩৯টি প্রকল্পের বিপরীতে ৫৪ লক্ষ ৯০ হাজার টাকার চেক ও ১৮ মেট্রিকটন খাদ্যশস্য বিরণ

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা।।
সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রদত্ত সংরক্ষিত নারী সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত টিআর/কাবিটা/কাবিখা কর্মসূচির আওতায় ৩৯টি প্রকল্পের বিপরীতে ৫৪ লক্ষ ৯০ হাজার টাকার চেক ও ১৮ মেট্রিকটন খাদ্য শস্য বিরণ করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা ডিজিটাল কর্ণারে এই চেক বিতরণ করেন (সংরক্ষিত) নারী ১৩ আসেনর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম সহ আরো অনেকে।