সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় “March for Philisthan” ব্যানারে শান্তিপূর্ণ আন্দোলন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-আজ ১২/০৪/২০২৫ সাতক্ষীরা খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে “March for Philisthan” শিরোনামে একটি শান্তিপূর্ণ আন্দোলনের আয়োজন করা হয়। সাতক্ষীরার সাধারণ জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্ম একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
আন্দোলনের আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। সমাবেশে বক্তারা ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের প্রতি সংহতি প্রকাশ করেন।
সাতক্ষীরাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবিক বিষয়গুলোতে সবার ঐক্যবদ্ধ ভূমিকার প্রত্যাশা করেন।