সাতক্ষীরায় বিএনপি প্রার্থী আব্দুর রউফের সমর্থনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ,
এই সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্ট, সংগ্রামী সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ন আহবায়ক মহাসিন আলম এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ন আহবায়ক মহাসিন আলম বলেন আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক—স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিজ্ঞা করছি, ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের তারুণ্য, আমাদের সাহস—এই শক্তি দিয়েই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভা শেষে ব্যানার–ফেস্টুনসহ একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোডে গিয়ে শান্তিপূর্ণভাবে র্যালিটি শেষ হয়।



















