সাতক্ষীরা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন জনাব মোঃ আরেফিন জুয়েল
- আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম (বিপি- ৮০০৬১১৭৩৬২)। তাঁর আগমনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার সকালে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন এসপি বলেন, “সাতক্ষীরাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলায় রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে।”
তিনি মাদক, সন্ত্রাস, চোরাচালান, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেন। এছাড়া পুলিশকে আরও জনবান্ধব, সহনশীল ও সেবামুখী করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ নতুন এসপিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর দক্ষ নেতৃত্বে সাতক্ষীরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
নতুন পুলিশ সুপার শিগগিরই জেলার বিভিন্ন থানার কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করবেন বলেও জানা গেছে।
























