সাতক্ষীরা কালিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এক জরুরী বৈঠক

- আপডেট সময় : ০৯:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় দেশের সব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এক জরুরি বৈঠকের আয়োজন করে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১ টায় প্রত্যয় আইডিয়াল স্কুলের হলরুমে এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। এখানে অংশগ্রহণ করেন উপজেলার সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা।
কে বি আহছানউল্লাহ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাক শুভেচ্ছা বক্তৃতা দিয়ে অনুষ্ঠানের শুরু করেন।
জরুরী সভায় বক্তব্য রাখেন প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও শিক্ষক শেখ আলমগীর কবির, উপজেলা ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়, মোবারক আলী প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শেখ ইস্তেকফার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত বছরের মত চলতি বছরেও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে তা হবে চরম বৈষম্য। শিক্ষা একটি মৌলিক অধিকার। এই অধিকার থেকে কোন শিক্ষার্থীকে বঞ্চিত করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে তা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।