সন্ধ্যার আকাশে চাঁদোয়া আলো হাসে:-আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

- আপডেট সময় : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক: গালিব খাঁন,প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা:-
ঢাকার আকাশ আজ যেন নীরব উল্লাসে চুপচাপ অপেক্ষায়—জোনাকির মতো এক ক্ষীণ আলোর আশায়। জেগে উঠবে কি চাঁদ? সময় গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে আঁধার ধীরে ধীরে ঘনিয়ে আসছে, আর সেই প্রতীক্ষার কেন্দ্রবিন্দুতে ও অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা।
১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে, ঈদুল আজহার তারিখ নির্ধারিত হবে আজ সন্ধ্যাতেই। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন ভবনের সম্মেলনকক্ষে—সন্ধ্যা সাড়ে ৬টায়।
চাঁদ দেখা গেল কি না, সেই খবরে নির্ভর করছে গোটা জাতির ঈদযাত্রা, কোরবানির আয়োজন, পশুহাটের প্রস্তুতি ও মসজিদভিত্তিক ধর্মীয় পরিকল্পনা। এক টুকরো অর্ধচাঁদ—যেন কোটি হৃদয়ের স্পন্দনে ছড়িয়ে পড়বে ঈদের ঘোষণা হয়ে।
ইতোমধ্যে সৌদি আরব থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে ৬ জুন সেখানে ঈদুল আজহা পালিত হবে। সে অনুযায়ী, বাংলাদেশে চাঁদ দেখা গেলে ঈদ হবে ৭ জুন, আর না দেখা গেলে ৮ জুনে গড়াবে কোরবানির দিন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বা ইসলামিক ফাউন্ডেশনের নিম্নোক্ত নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে—
📞 ০২-২২৩৩৮১৭২৫
📞 ০২-৪১০৫০৯১২, ১৬, ১৭
📠 ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১
চাঁদ দেখা কমিটির এই সভা শুধুই একটি তারিখ নির্ধারণের আনুষ্ঠানিকতা নয়; এটি ধর্মীয় আবেগ, পারিবারিক মিলন এবং সামাজিক বন্ধনের এক ঐতিহাসিক প্রক্রিয়া। প্রতি বছর এভাবেই চাঁদ দেখার সঙ্গে জড়িয়ে থাকে প্রার্থনার সুর, কোরবানির প্রস্তুতি এবং ঈদের আনন্দ।
আজ সন্ধ্যার এই মহামুহূর্তে, আর সৌভাগ্যময় আনন্দ পেতে যখন আকাশে চোখ রাখবে এক জাতি, তখন জেগে উঠবে অন্তরে খুশির অনুভব-জ্যোতি—চাঁদের অপেক্ষায় কেবল আকাশ নয়, অপেক্ষায় থাকে আমাদের হৃদয়ও।
তথ্যসূত্র:
🔹 বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)
🔹 বাংলানিউজ২৪.কম
🔹 ঢাকামেইল.কম