শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উদযাপন

- আপডেট সময় : ০১:০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি):
চট্টগ্রাম ফটিকছড়ি নানুপুর কালুমুন্সির হাট দাশপাড়া মনোযোগী শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ উৎসব উপলক্ষে সর্বজনীন শ্রীগুরুপূজা,ভোগারতি,
গীতাপাঠ,দীক্ষাদান,
সঙ্গীতাঞ্জলী,মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তিন দিন ব্যাপী ৬,৭ ও ৮ জানুয়ারি রোজ সোম,মঙ্গল ও বুধবার মহোৎসব মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।
শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন শ্রী সনাতন দাশ,শ্রীমৎ দিব্য চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীমৎ কৃষ্ণ চৈতন ব্রহ্মচারী।
মহা নামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন শ্রী গোপাল বাড়ী সম্প্রদায়,শ্রী জয় গুরু সম্প্রদায়,শ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায়,শ্রী মদনমোহন সম্প্রদায়।
এতে আরো উপস্থিত ছিলেন ঋষি অদ্বৈতানন্দ আশ্রমের উৎসব কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা সদস্য বৃন্দ।
উক্ত মহতী অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণতা ভক্ত বৃন্দ সমবেত হয়।