শ্রীমঙ্গলে আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের আয়োজনে বর্ষ বরণ পালন

- আপডেট সময় : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
শ্রীমঙ্গলে আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তন ‘বাংলা নববর্ষ ১৪৩১’ বরণ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রবিবার (১৪ এপ্রিল) শ্রীমঙ্গল শহরতলির জেটি রোডস্থ শুদ্ধ সাংস্কৃতিক চর্চার অনন্য প্রতিষ্ঠান আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনে সকাল সাড়ে ৮টায় শিক্ষার্থীদের কন্ঠে নতুন বছরকে স্বাগত জানিয়ে এসো হে বৈশাখ সম্মিলক সংগীতের মধ্যদিয়ে বর্ষবরণ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও গণিত বিভাগের প্রধান
সুদর্শন শীল, শ্রীমঙ্গল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্তসহ অন্যান্য অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আনন্দধ্বনীর শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, নৃত্য, একক ও দলীয় সংগীত পরিবেশন করে। শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দধ্বনীর বিদ্যালয়ের পরিচালক তমাল চক্রবর্তী সংগীত পরিবেশন করেন।
এসময় অতিথিরা বলেন, পহেলা বৈশাখের বর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। আবহমানকাল ধরে বাংলার গ্রাম-গঞ্জে, আনাচে-কানাচে এই উৎসব পালিত হয়ে আসছে। সকল সঙ্কীর্ণতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়ে তুলতে পহেলা বৈশাখ আমাদের অনুপ্রাণিত করে। মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার শক্তি যোগায়, স্বপ্ন দেখায়।