সংবাদ শিরোনাম :
শ্যামনগরে কেরোসিন খেয়ে এক শিশুর মৃত্যু
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে কেরোসিন খাওয়ার তিন দিন পর চিকিৎসারত অবস্থায় আঁখি সরকার নামের সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শিশুটির মৃত্যু হয়। সে উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী (নতুন ঘেরী) গ্রামের বাবুরাম সরকারের কন্যা।প্রতিবেশীরা জানান, গত সোমবার ঘরে রাখা কেরোসিনের বোতল থেকে আঁখি কেরোসিন খেয়ে ফেলে। কেরোসিন খাওয়ার বিষয়টি বাবা-মাকে জানালে তারা গুরুত্ব দেয়নি। পরে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মো: শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
























