শ্যামনগর আড়ৎ থেকে ৭৫ বস্তা সরকারি চাল জব্দ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

- আপডেট সময় : ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর এলাকায় সরকারিভাবে বিক্রি নিষিদ্ধ শিশু কার্ডের ৭৫ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। রোববার সন্ধ্যায় নূরনগরের পুরাতন মৎস্য আড়ৎতের পাশে চালের আড়ৎ ‘আল্লার দান’-এ অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত দুস্থ, অসহায় ও শিশু কার্ডের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। দোকান মালিক কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মো. শোকর আলী গাজীর পুত্র মো. শাহিনুর রহমান বকুল সরকারি বস্তা পরিবর্তন করে এসব চাল বিক্রির জন্য সংরক্ষণ করেছিলেন।অভিযানকালে এ বিষয়ে জানতে চাইলে শাহিনুর রহমান বকুল জানান, তিনি কাশিমাড়ী এলাকার ধানের ব্যাপারীদের কাছ থেকে এসব চাল কিনেছেন। তবে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করতে পারেননি তিনি।এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি চালের অবৈধ ক্রয়-বিক্রয় গুরুতর অপরাধ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পরে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়, জব্দকৃত ৭৫ বস্তা চাল স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই স্থানীয় সাংবাদিকদের নিয়ে এতিমখানায় চাল বিতরণ করেন। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শারিদ বিন শফিক।