শেরপুরের শ্রীবরদী গারো পাহাড়ে বরবটি চাষে আশার আলো দেখছেন কৃষকরা
- আপডেট সময় : ১০:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

মো: শিহাব মাহমুদ বকশিগঞ্জ জামালপুর প্রতিনিধি:
জামালপুর ও শেরপুরের সীমান্তবর্তী বকশিগঞ্জ ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের অনাবাদি জমিতে বরবটি চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। আশার দেখছেন তারা। ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকের মুখে ফিরেছে হাসি, বদলে যাচ্ছে বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কৃষকের অর্থনৈতিক চিত্র।
এক সময় পাহাড়ের ঢালে পতিত পড়ে থাকা জমিতে এখন ফলছে বরবটি, শিম ও নানা জাতের আগাম শীতকালীন সবজি। কৃষির এ পরিবর্তনে গ্রামীণ অর্থনৈতিক চাকা চাঙ্গা হয়ে উঠছে। সচ্ছলতার মুখ দেখতে শুরু করেছেন ওই এলাকা কৃষক, কৃষি শ্রমিক ও কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িতরা।
শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী কর্ণজোড়া, মেঘাদল, বাবেলাকোনা, দিঘলাকোনা, চান্দাপাড়া ও হারিয়াকোনা ও বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া, ডুমুরতুলা, বৈষ্টমপারা, সুংনাথপাড়া, গ্রামের কৃষকরা জানান, বরবটি চারা রোপণের মাত্র ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন আসে। উৎপাদন খরচ কম, কিন্তু লাভ অনেক। ফলে অনেক অসচ্ছল কৃষক এখন স্বাবলম্বী হচ্ছেন।
গারো পাহাড়ের যেসব জমি এক সময় অনাবাদি ছিল, আজ সেই জমিই এখন কৃষকদের আশার আলো দেখাচ্ছে এবং অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে কাজ করছে। বরবটির সবুজে ও অন্যান্য সবজি আবাদে ছেয়ে থাকা পাহাড়ের জমি ফসলে এবং ফলনে ভরে উঠায় কৃষকদের নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে।



















