শাল্লায় হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কমিটি গঠন

- আপডেট সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

পিয়াস তালুকদার দিরাই-শাল্লা প্রতিনিধি:শাল্লায় মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ সাহেবের প্রতিষ্ঠিত,
আল আমিন ইসলামি মডেল মাদ্রাসার অফিস কক্ষে হাওর এলাকার মুসলিম শিক্ষার্থীদের কুরআন শিক্ষার মান উন্নয়নের জন্য ২০/০৯ / ২০২৫ ইং রোজ শনিবার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন শাল্লা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা মুফতি জিয়াউল হক দাঃবাঃ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর সুনামগঞ্জ জেলার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা হাসান আহমদ দুলাল দাঃ বাঃ
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর দিরাই উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা
মারুফ আহমদ ঈসা।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত উলামায়ে কেরাম ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম পরিচালক।
সবারসম্মতি ক্রমে আল আমিন ইসলামি মডেল মাদ্রাসার অফিস কক্ষে প্রধান অতিথি নিন্মুক্ত কমিটি ঘোষনা করেন।
সভাপতি;
হাফেজ মাওলানা আবুল কাসেম সাহেব, ইমাম ও খতিব শাল্লা থানা জামে মসজিদ।
সিনিয়র সহ সভাপতি:
হাফেজ মাওলানা এনামুল হক, ইমাম ও খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ।
সহ সভাপতি:
হাফেজ আলমগীর হুসাইন, পরিচালক মনুয়া আঃ রহমান হাফিজিয়া মাদ্রাসা।
সাধারন সম্পাদক:
হাফেজ আল আমিন (মাহমুদ), পরিচালক:- আল আমিন ইসলামী মডেল মাদ্রাসা শাল্লা সদর।
যুগ্ম সাধারন সম্পাদক
হাফেজ মুহাম্মদ বেলায়েত বিন চৌধুরী ফয়েজ।
হিফজ প্রধান,মাদ্রাসা নুরে মদিনা এতিমখানা আটপাড়া।
সাংঠনিক সম্পাদক,হাফেজ আবু সুফিয়ান, শিক্ষক জামেয়া মোস্তাফিয়া শাল্লা।
সহ সাংগঠনিক সম্পাদক,হাফেজ মাওলানা তহুর আহমদ পরিচালক টুকচানপুর দারুস সালাম তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
অর্থ সম্পাদকঃ হাফেজ আব্দুস সাকুর, ইমাম ও খতিব মনুয়া ছোট জামে মসজিদ।
সহ অর্থ সম্পাদক হাফেজ ইলিয়াস আহমেদ,
পরিশেষে আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসায় আগামী ২৩ নভেম্বর ৩০ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা শাল্লা উপজেলা অডিশনের তারিখ ও স্হান নির্ধারণ করেন প্রধান অতিথি।