শাল্লায় গ্যাসসিলিন্ডারে ভয়াবহ অগ্নিকান্ড

- আপডেট সময় : ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের(সুনামগঞ্জ)দিরাই,শাল্লা প্রতিনিধি:-সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গ্যাসসিলিন্ডার ছিদ্র হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে১টি ঘর।স্হানীয়সূত্রে জানা যায় (৫এপ্রিল) শনিবার সকাল অনুমান ৭ঘটিকায় শাল্লা ইউনিয়ন এর কান্দিগাঁও গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে আবদুল হান্নান মিয়ার বাড়ি থেকে গ্যাসসিলিন্ডার ছিদ্র হয়ে এই আগুনের দুর্ঘটনা ঘটে ঘটে। আব্দুল হান্নান মিয়া জানান কাজের লোকেরা ইসলামি ফাউন্ডেশন সাধারণ রিসোর্স সেন্টার ঘরে গ্যাসসিলিন্ডারটা রেখে ছিল, পড়ে কাজের মহিলা রান্না করার জন্য গ্যাসলাইট দিয়ে আগুন দিতে গেলেই আগুন বড় হয়ে যায়,সঙ্গে সঙ্গে চতুর দিকে আগুন ছড়িয়ে পড়ে ঘরের বেড়ায় আগুন ধরে চড়িয়ে পড়ে।মহিলার চিৎকারশুনে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। স্থানীয়রা জানান গ্যাসসিলিন্ডারটা ফেটে আগুনের সুত্রপাত ঘটে।
গ্রামবাসী জানান, আব্দুল হান্নান মিয়ার ঘরে গ্যাসসিলিন্ডার ছিদ্র হয়ে প্রথমে আগুন লাগে। ঘরে থাকা ও চাউলের ড্রাম, নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র, পুরে ছাড়খাড় হয়ে যায়।গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আনুমানিক পৌনে ২লক্ষ টাকার ক্ষতি গ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গ্রামের লোকজন।
শাল্লা ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত অফিসার বলেন, যেখানে আগুন লেগেছে ফায়ার সার্ভিস যেতে যেতে আগুনে ঘর পুড়ে গেছে। দুর্গম এলাকায় হওয়ায় আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।