শায়েস্তাগঞ্জে YLDT প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ

- আপডেট সময় : ১০:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার:মুজিবুর রহমান “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলায় YLDT (Young Leadership Development Training) প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুবসমাজকে সংঘটিত করে, সচেতন ও সক্ষম করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল এবং হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশাহিদ মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ শায়েস্তাগঞ্জ উপজেলার সমন্বয়কারী *আল আমিন সাঈফী।*
প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন হাফিজুর রহমান শুয়েব, শাহিন আলম, খাদিজা আক্তার, সুমাইয়া আক্তার অলিদা খাতুন, নাঈম, রিংকন সূত্রধর, লিসবা খাতুন, লুৎফুর রহমান সহ আরও অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। তারা তাদের বক্তব্যে জানান, বিগিত প্রশিক্ষণটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানসমৃদ্ধ ছিল। তারা অঙ্গীকার করেন, শায়েস্তাগঞ্জ উপজেলাকে একটি সহিংসতা-মুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
সকল অতিথিবৃন্দ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয় থাকার আশা ব্যক্ত করেন।