শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার : মুজিবুর রহমান * ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের দায়িত্বশীল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতসের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক সাহাব উদ্দিন শিহাবের পরিচালনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার জনাব পল্লব হোম দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব এম এ জলিল, ঢাকা ক্যান্টনমেন্টের জনাব ডা. উসমান আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জের জনাব ডা. তাজুল ইসলাম এবং ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুল শহিদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাটের দি স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট জনাব নাঈমুর রহমান দূর্জয় এবং শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সদস্য জনাব ইশতিয়াক আহমেদ শোভন।
অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সদস্য নাসির আহমেদ, মোঃ রিয়াদ আহমেদ, মিজানুর রহমান, সাহিদুল ইসলাম, মোঃ সুজন মিয়া, মাহবুবুর রহমান তামিম, মোঃ মারাজ মিয়া, তানিম মিয়া জিসান, রাসেল মিয়া, শরিফুল ইসলাম, জাবেদুর রহমান, জামিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল , যার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। এই বিশেষ দিনে জাবেদুর রহমান সুজন ও সাহিদুল ইসলাম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান করে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেন।
শায়েস্তাগঞ্জ মানব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী তাদের বিগত দিনের কার্যক্রমের সাফল্য এবং আগামী দিনের পথচলার অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।