লেমুয়া বাজারে ২০ ফুট প্রশস্ত সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ

- আপডেট সময় : ১২:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রীজের সঙ্গে মিল রেখে ২০ ফুট প্রশস্ত সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে লেমুয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৯নং লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফেরদৌস কৌরাইশী বলেন ব্রীজ নির্মাণে অনিয়ম দেখা যাচ্ছে, ব্রিজের সাথে মিল রেখে রাস্তা ২০ ফুট হওয়ার কথা ঠিকাদার ১৮ ফুট রাস্তা করছে স্থানীয় জনগণ এতে প্রতিবাদ জানার জানিয়েছেন। এবং পুরাতন ব্রিজের পিলারগুলো ভেঙ্গে ফেলার কথা কিন্তু ঠিকাদার পিলারগুলা ভাঙতেছে না।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী শাহ জাহান, আব্দুল মান্নান, এম এ খান, কামাল উদ্দিন, সুরুজ বাঙালি, রানা খান, আব্দুর রহিম, আব্দুল হান্নান, শাহ আলম জীবন, কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ব্যবসায়ী শাহ জাহান বলেন, “ব্রীজটি প্রায় ৩০ ফুট প্রশস্ত হলেও রাস্তা পরিমাপ করা হয়েছে মাত্র ১২ ফুট। এতে বড় ব্রীজে ট্রাক ও সিএনজি অটোরিকশা চলাচলে সমস্যা হবে।”
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, “লেমুয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। কিন্তু বর্তমানে বাজারটি প্রায় ধ্বংসপ্রায়। মসজিদ, ভূমি অফিস ও বিদ্যালয় সংলগ্ন এই এলাকায় রাস্তা সংকুচিত হলে যানবাহন চলাচল ব্যাহত হবে।”
অটোরিকশা চালক সুরুজ বাঙালি বলেন, “ব্রীজ যত ফুট, রাস্তা তত ফুট হতে হবে—এটাই যৌক্তিক। রাস্তা কমানো মানে ভবিষ্যতে বড় ক্ষতি।”
লেমুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম মিয়াজী বলেন, “ড্রয়িং অনুযায়ী রাস্তা ২০ ফুট করার কথা উল্লেখ রয়েছে। এর কমে করা উচিত নয়।”
ব্রীজ নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী বাবুল চৌধুরী বলেন, “ডিজাইন অনুযায়ী রাস্তা ২০ ফুট করার কথা রয়েছে।
ব্রীজের দুই পাশ ঘেঁষে রাস্তা নির্মাণের নিয়ম। এজন্য আশপাশের মানুষকে জায়গা দিতে হবে, নাহলে প্রকল্পটি সবার ক্ষতির কারণ হবে।”স্থানীয় জনগণের দাবি নদীর পশ্চিম পাশে ড্রেজিং করার কথা ছিল, কিন্তু ঠিকাদার ডেজিং করে নদীর সরাসরি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করছেন না।
স্থানীয় জনগণের দাবি মাননীয় জেলা প্রশাসক ফেনী জেলা ও মাননীয় সড়ক ও জনপদ এলজিডি কর্মকর্তা বৃন্দ উক্ত অভিযোগগুলো খতিয়ে দেখে সঠিক সিদ্ধান্ত নিবেন।
এবং ব্রিজের সাথে মিল রেখে রাস্তা ২০ ফুট করার ব্যবস্থা নিবেন।