লালমনিরহাটে জমি দখল ও হয়রানির অভিযোগ

- আপডেট সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামের খতিয়ান নং ১৩৮, দাগ নং ২৮৭ এর মোট ৪ একর ৭৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
জনসূত্রে জানা যায়, উক্ত জমির মালিক ছিলেন মৃত মোহাম্মদ আতিউল্লাহ চৌধুরী। তার মৃত্যুর পর জমিটি উত্তরাধিকার সূত্রে তিন ছেলে— মোঃ আজিজার আলী চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী এবং রমজান আলী চৌধুরীর প্রাপ্য হয়। কিন্তু অভিযোগ রয়েছে, ১৯৭০ সালে রমজান আলী চৌধুরী তার দুই ভাইকে বাদ দিয়ে একাই লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের নামে জমি দান করেন। পরবর্তীতে ২০১৫ সালে মোহাম্মদ আলী চৌধুরীও ওই জমির মধ্যে থেকে প্রায় ৬৮ শতাংশ জমি লোহাকুচি প্রাইমারি স্কুলে দান করেন।
অভিযোগকারী আজিজার আলী চৌধুরীর দাবি, তিনি বাবার জমির বৈধ ওয়ারিশ হয়েও তার অংশ থেকে কোনো জমি পাননি। তবুও কীভাবে তার ভাই মোহাম্মদ আলী চৌধুরী ২০১৫ সালে জমি দান করলেন, তা প্রশ্নবিদ্ধ। তিনি তার প্রাপ্য জমি ফেরতের দাবি জানান।
এ নিয়ে আজিজার আলী চৌধুরী লালমনিরহাট জেলা আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি প্রায় ১১ বছর চলার পর আদালত তার নামে রায় প্রদান করে।
এদিকে, অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মাহমুদুল হাসান (পিতা: মৃত অলিউল্লাহ, গ্রাম মালগাড়া, থানা কালীগঞ্জ) সরকার দলীয় প্রভাব খাটিয়ে একাধিকবার আজিজার আলী চৌধুরী ও তার তিন সন্তানকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ভুক্তভোগীরা বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতা তাদের হয়রানি করে আসছেন।
আজিজার আলী চৌধুরী ও তার পরিবার এখন আদালতের রায়ের ভিত্তিতে খতিয়ান নং ১৩৮, দাগ নং ২৮৭ এর জমি ফেরত চাইছেন এবং একইসাথে স্থানীয় নেতা মোঃ মাহমুদুল হাসানের দুঃশাসনের বিচার দাবি করছেন।