লস্করহাট বাজারে এবি পার্টির ঈগল মার্কায় ব্যাপক গণসংযোগ
- আপডেট সময় : ০১:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:ফেনী-২ আসনে এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে লস্করহাট বাজারে গণসংযোগ করেছে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে ঈগল মার্কার লিফলেট বিতরণ করা হয়।
নেতৃত্ব দেন এবি যুব পার্টির জেলা আহ্বায়ক শফিউল্লাহ পারভেজ। স্থানীয় নেতারা জানান, উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামায় নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে মঞ্জুকে নিয়ে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
লস্করহাট বাজারের বিকেলের বাতাসে যেন আজ নির্বাচনী আমেজ একটু বেশি ভারী। চায়ের দোকানে আড্ডা, রিকশার ঘণ্টার শব্দ আর বাজারের কোলাহল—সবকিছুর মাঝেই হঠাৎ শোনা যায়, “ঈগল মার্কায় ভোট দিন!”
জলদি সবাই ঘুরে তাকায়।
এবি যুব পার্টির জেলা আহ্বায়ক শফিউল্লাহ পারভেজের নেতৃত্বে এগিয়ে আসছেন একদল তরুণ–বয়োজ্যেষ্ঠ নেতাকর্মী।
কারো হাতে লিফলেট, কারো হাতে মাইক।
তারা দোকান থেকে দোকানে গিয়ে বলছেন মুজিবুর রহমান মঞ্জুর কথা—তার প্রতিশ্রুতি, তার পরিকল্পনা, তার স্বপ্নের ফেনীর কথা।
বাজারের প্রবীণ এক চা-দোকানি হাসিমুখে বলেন, “নির্বাচন সামনে এলে বাজারটা এমনই জমে ওঠে। সবাই আসে, খোঁজ নেয়, পরিচয় হয়। এই যোগাযোগটাও তো ভালো লাগে।”
নেতাকর্মীদের দাবি, এবারের নির্বাচন উন্নয়ন ও শান্তির রাজনীতি দিয়ে বদলে যাবে। আর এজন্য তারা ভোটারদের হাতে তুলে দিচ্ছেন ঈগল মার্কার লিফলেট—আশা আর প্রত্যাশার বার্তা।
দিনের শেষে তারা আবারও স্মরণ করিয়ে দেয়, “শান্তিপূর্ণ নির্বাচন আমাদের সবার দায়িত্ব।” আর বাজারের মানুষও মাথা নেড়ে সায় দেন—হ্যাঁ, নির্বাচনী উত্তাপ থাক, কিন্তু শান্তিই সবার আগে।




















