র্যাব-১২ এর অভিযান চালিয়ে গনধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

- আপডেট সময় : ১১:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশরাফ
সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি গ্রেফতার।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায়।২৫ এপ্রিল ২০২৪ ইং বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানি একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ মনির হোসেন (২২) পিতা- মোঃ জাহিদুল শেখ, সাং-শালমারা, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩১, তারিখ ১৯ এপ্রিল ২০২৪ ইং ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন একটি মামলা দায়ের করা হয়েছে।