রোগীর বদলে অ্যাম্বুলেন্সে ছিল গাঁজা, আটক ২

- আপডেট সময় : ০২:১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর।
কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সে করে ১০০ কেজি গাঁজা নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, ভোলা সদরের ধনীয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মো. রুবেল (২১) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঠাকুরতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম (৪৯)।
পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময় একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহজনক মনে হলে গতি পথ রোধ করে তল্লাশি করে পুলিশ। পরে অ্যাম্বুলেন্সের ভেতর গামছা দিয়ে ঢাকনা দেয়া অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।