রূপগঞ্জে মানবাধিকার প্রতিদিন-এর অর্থ সম্পাদক মো. রাশেদ মিয়ার দিকনির্দেশনামূলক বক্তব্য

- আপডেট সময় : ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার:-
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার রূপগঞ্জ থানা শাখা অফিসের নবগঠিত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাশেদ মিয়া। দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মো. রাশেদ মিয়া বলেন, “আমি রূপগঞ্জের অসহায়, তৃণমূল সাধারণ মানুষের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে চাই। আমার কোনো পিছুটান নেই। আমি সাধারণ জনগণের পাশে থেকে বাকিটা জীবন কাটাতে চাই।”
তিনি আরও বলেন, “জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আবুল হাসান আমাকে রূপগঞ্জ থানার নবগঠিত কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন—আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি।”
মো.রাশেদ মিয়া তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, “রূপগঞ্জের মাটিতে যেন আর কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমি সংগঠনের সাথে একত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি প্রস্তুত। যদি সংগঠন পাশে থাকে, তবে রূপগঞ্জকে শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবাধিকারে সমৃদ্ধ একটি এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সততা, নিষ্ঠা ও মানবিক চেতনা নিয়ে মো. রাশেদ মিয়ার এই বক্তব্য রূপগঞ্জবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন নাগরিকরা।