রূপগঞ্জে ইউএনও’র অঙ্গীকার: “সেবা থেকে বঞ্চিত হবেন না কেউ

- আপডেট সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার;-
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, গরিব-দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের পাশে থেকে সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেছেন, “আমি আছি, থাকবো—সেবা থেকে কেউ বঞ্চিত হবে না।”
রূপগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ইউএনও মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, “রূপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যেন সঠিক ও পর্যাপ্ত সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে আমি এবং আমার প্রশাসনিক টিম সর্বদা সচেষ্ট।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, “আমি সব সময় অসহায়, গরিব-দুঃখী মানুষের পাশে আছি এবং থাকবো। সেবা থেকে কেউ বঞ্চিত হবে না—এই প্রতিশ্রুতি নিয়েই আমি কাজ করছি।”
তিনি আরও জানান, রূপগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে তিনি বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও ভুক্তভোগী মানুষের মাঝে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বসবাসকারী পল্লীগুলোর উন্নয়নে তিনি সরাসরি উদ্যোগ গ্রহণ করেছেন।
এই বক্তব্য ইউএনও মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জের স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে এক বৈঠকে সরাসরি দিয়েছেন বলে উপস্থিত প্রতিবেদকেরা নিশ্চিত করেছেন।
ইউএনও মোঃ সাইফুল ইসলামের এই ঘোষণা রূপগঞ্জবাসীর মধ্যে আশাবাদ তৈরি করেছে। তিনি জানিয়েছেন, “জনস্বার্থে আমি রূপগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমার সেবামূলক কাজ অব্যাহত রাখবো।”