রাণীশংকৈলে ৬ বছরেরও উদ্বোধন হয়নি মডেল মসজিদ
- আপডেট সময় : ০৫:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

এ.কে.আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছর পার হলেও এখনো উদ্বোধন হয়নি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের।
২০১৯ সালের ৪ নভেম্বর পৌরশহরের হেলিপ্যাড মাঠে প্রায় ৫০ শতক জমির ওপর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১২ কোটি ৪৮ লাখ টাকায় নির্মাণের কাজ ১৮ মাসে শেষ করার কথা থাকলেও এখনও সম্পূর্ণ হয়নি।
স্থানীয়রা জানান, কাজ প্রায় শেষ হলেও নামাজের ব্যবস্থা করা হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, নিয়োগ সম্পন্ন হলেও ভ্যারিয়েশন সংক্রান্ত জটিলতায় কাজ আটকে আছে।
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান বলেন, “বিদ্যুৎ সংযোগ ও নতুন কিছু কাজ সংযোজনের কারণে ভ্যারিয়েশন অনুমোদন প্রক্রিয়াধীন। অনুমোদন পেলেই দ্রুত উদ্বোধন করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, “আমি নতুন এসেছি, বিষয়টি যাচাই করে দেখব।”
স্থানীয়দের দাবি—দ্রুত মসজিদটি উদ্বোধন করে নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হোক।


















