রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৬:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক এবং সেনাবাহিনীর রাণীশংকৈল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়েজ আলী। সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন—উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমিন্দ্র মালাকার ও সাধারণ সম্পাদক হরি মহন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌর চন্দ্র বসাক এবং সাংগঠনিক সম্পাদক জগদীশ চন্দ্র ভৌমিক প্রমুখ। এছাড়াও রাণীশংকৈল উপজেলার ৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও রকিবুল হাসান পূজা উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।