রাজাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

- আপডেট সময় : ০৩:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী:-
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ২০শে আগস্ট মঙ্গলবার বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় উপজেলা শহরের বাঘরী বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু করা হয়। রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজাপুর উপজেলা শাখার সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিয়াজ, উপজেলা যুবদলের আয়হবাক মাসুমবিল্লাহ পারভেজ,রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার পাশা নিপু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাখায়াত হোসাইন রাব্বি সহ উপজেলার সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে রতন দেবনাথ বলেন,আমাদের লক্ষ্য একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা দলের মধ্যে কেউ যাতে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে নেতৃত্ব দিতে না পারে। তিনি আরো বলেন,আমাদের বৈধ অভিভাবক তালুকদার আবুল কালাম আজাদ ও নাসিম আকনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সংগঠন গুলো যেকোনো পরিস্থিতি মোকাবেলায় রাজপথে ছিলাম,আছি এবং থাকবো। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।