রাজাপুরে শিক্ষক সমিতির সম্মেলনে জাহিদুল সভাপতি, বাচ্চু সম্পাদক
- আপডেট সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা রাজাপুর,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, “শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত হলে শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। শিক্ষক সমিতির ঐক্যই মানসম্মত শিক্ষার ভিত্তি তৈরি করে।”
বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, আব্দুল হক নান্টু, আবুল বাসার ও মোঃ আব্দুল ছোবাহান হাওলাদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈনুল ইসলাম।
সম্মেলনে শিক্ষা উন্নয়ন, প্রতিষ্ঠান পরিচালনা, সংগঠনের কার্যক্রম শক্তিশালীকরণ, নবীন শিক্ষক বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় ওপেন ভোটের মাধ্যমে মোঃ জাহিদুল ইসলামকে পুনরায় সভাপতি এবং বাহাউদ্দিন বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।



















