রাজাপুরে বিএনপির সদস্য ফরম বিতরন ও সদস্য নবায়নের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৮:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়নের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডঃ মাহেব হোসেন প্রমুখ।
সভাপতিত্ব করেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ তালুকদার আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “৭ই জানুয়ারী ২০২৪ সালে যারা মীর জাফর খ্যাত নেতার সাথে আওয়ামী লীগে গিয়েছিলেন তাদের কারোর জায়গা বিএনপিতে হবে না।”