রাজাপুরে বিএনপির পথসভা ও যুবদলের র্যালি অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন ৭ আগস্ট বিকাল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র্যালি ও সমাবেশের আয়োজনের জন্য পত্র দেন। একই স্থানে ও সময়ে ১১ আগস্ট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেনও সমাবেশের অনুমতির জন্য পত্র দাখিল করেন।
পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাজাপুর থানার ওসি ১২ আগস্ট উপজেলা প্রশাসনের কাছে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারির সুপারিশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ একই দিন রাত ১০টা থেকে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকরের আদেশ জারি করেন।
তবুও বুধবার বিকাল সাড়ে ৪টায় রাজাপুর বাইপাস এলাকায় বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান সংস্কার কমিশনের সদস্য মঈন ফিরোজীসহ উপজেলা, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নূর হোসেন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তবে সমাবেশ কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।