রাজাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়

- আপডেট সময় : ১১:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা রাজাপুর ,ঝালকাঠী:ঝালকাঠির রাজাপুর উপজেলার নবাগত (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে শুভেচ্ছা সাক্ষাৎ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মোল্লা, যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান টুকু মৃধা, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, উপজেলা বিএনপির সদস্য আবু সায়েম চান মিয়া, মঠবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক গোলাম কবির সিকদার, শহিদুল ইসলাম লিটু মাতুব্বর, মিজানুর রহমানসহ প্রমুখ।
শুভেচ্ছা সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে অভিনন্দন জানিয়ে রাজাপুরের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় ঝালকাঠি -১ (রাজাপুর ,কাঠালিয়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব গোলাম আজম সৈকত মুঠোফোনে বলেন, “রাজাপুর উপজেলা একটি শৃঙ্খল উপজেলা। উন্নয়ন ও শৃঙ্খল রাজাপুর গড়তে বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”