রাজাপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ঝালকাঠী:ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের রাজাপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ৩ নং রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী এ কর্মী সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির এডভোকেট হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক। সভাপতিত্ব করেন ৩ নং রাজাপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. আইয়ুব আলী (ফারুকী)। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির আবু বকর মো. সিদ্দিক, ড. হেমায়েত উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ মাস্টার, রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির কবির হোসেন।
বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জরুরি। জনগণের সচেতন অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। তারা আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করতে হবে। এজন্য কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করা, অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
উক্ত সম্মেলনে রাজাপুর উপজেলার সকল কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।