রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ ইংং এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ১০:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

রাজাপুর ,ঝালকাঠী: ঝালকাঠি জেলার রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়মে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আযোজনে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু ।
মেরিন ফিশারিজ অফিসার মাহামুদুল হাসানের সঞ্চালনায় নিবার্হী অফিসার ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। রাজাপুর উপজেলায় মৎস্য উৎপাদন, মৎস্য খাতে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস্য চাষীর হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
র্যালী ও আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগী মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন।